বিশেষ প্রতিবেদক-
আজ সকালে মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে
পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২২জন আহত হয়েছে।
তাদের মধ্যে ৮জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময়
কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায় , সদর উপজেলার
বালিয়া ডাঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রহমত মোল্লা ও ইউনুস মোল্লার
সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হলে উভয়পক্ষের ২২জন আহত হয়। তাদের মধ্যে ৮জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা
নিয়েছে। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। মাগুরা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মঞ্জুরুল আলম জানান, পুলিশ এলাকায় রয়েছে।
পরিস্থিশি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।