বিশেষ প্রতিবেদক-
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই
প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাগুরায় বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য.
এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর নবগঙ্গা নদীর সাতদোহা ঘাটে মাছের
পোনা অবমুক্ত করেছেন। উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, পৌর
মেয়র খুরশীদ হায়দার টুটুল, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ হাসান সোহাগ,
সহকারী মৎস্য কর্মকর্তা এ.কে.এম ওহিদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর নবগঙ্গা নদীর
সাতদোহা ঘাটে ৪০৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।