বিশেষ প্রতিবেদক –
৭৮ লাখ ৯০ হাজার টাকার উদ্বৃত্তসহ আগামী অর্থ বছরের জন্য মাগুরা পৌর সভার ১৪৬ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে। মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল আজ রবিবার পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা। প্রকল্প আয় ধরা হয়েছে ১৩০ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকা। রাজস্ব উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭৮ লাখ ৯৪ হাজার টাকা। প্রকল্প ব্যায় ধরা হয়েছে ১৩২ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৯৬৪
টাকা। মঞ্জুরী খাতে ব্যায় ধরা হয়েছে ২ কোটি টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৮ লাখ ৯০ হাজার টাকা।