মাগুরানিউজ.কমঃ
আজ দোল পূর্ণিমা যাকে ইংরেজিতে হ্যাপি হলি বলে শুভেচ্ছা আদান-প্রদান করে থাকি। মাগুরার সনাতন ধর্মাবলম্বীরা আজ মেতেছে হোলি উৎসবে। এই উৎসবকে ঘিরে মাগুরাতে এক রঙিন আমেজ খেলা করছে রঙে-রঙে।
সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় উৎসব এটি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরের রঙে রঙিন হওয়ার এই উৎসবে মেতেছে শিশু থেকে বয়স্করা। রঙ খেলা নিয়ে মেতে উঠেছে পাড়ায় পাড়ায়। পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনটিকে উদযাপন করছেন তারা।