মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
সাকিব আল হাসানকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেএসপিতে যাবার আগে সাকিবের স্কুল ছিল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা স্কুল ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে ভায়না মোড় হয়ে শহরের চৌরঙ্গী মোড় দিয়ে পুরো শহর প্রদক্ষিন করে।
ছাত্রদের দাবী সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট হতে পারে না। ১ বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতি হবে তাই সাকিবের শাস্তি মওকুফ করা হোক।