মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
চোখ ধাঁধাঁনো প্রদর্শনীর আয়োজনে ব্যস্ত মাগুরা শহর। প্রতিমা কিংবা প্যান্ডেল, মিউজিক থেকে আলোকসজ্জা সবখানেই বৈচিত্রের ছাপ। নতুন নতুন বৈচিত্রময় দৃষ্টিনন্দন শৃজনশীল ভাবনার প্রয়োগ। নজর কাড়বে কে, তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
এ বছরের মা কাত্যায়নী পূজার সূচি-
১৫ই কার্ত্তিক ২ই নভেম্বর শনিবার মহাষষ্ঠী পূজা।
১৬ই কার্ত্তিক ৩ই নভেম্বর রবিবার মহাসপ্তমী পূজা।
১৭ই কার্ত্তিক ৪ই নভেম্বর সোমবার মহাঅষ্টমী পূজা।
১৮ই কার্ত্তিক ৫ই নভেম্বর মঙ্গলবার মায়ের অধিক পূজা।
১৯শে কার্ত্তিক ৬ই নভেম্বর বুধবার মহানবমী পূজা ও শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ।
২০শে কার্ত্তিক ৭ই নভেম্বর বৃহস্পতিবার দশমী পূজা সমাপন ও বিসর্জন।
(উল্লেখ্য- এবার মহাঅষ্টমী পূজা দুইদিন)।
এ পূজার সমৃদ্ধ সৃজনশীল নান্দনিক আয়োজন সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীসহ সকলের কাছে বিশেষ আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পূজার চারদিনে বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপালসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অন্ততঃ ৩০লক্ষ দর্শনার্থীদের আগমন ঘটে।
আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য এসময় গ্রান্ড অপরচুনিটি হিসাবে মাগুরা শহরকে বেছে নিতে পারেন। তথ্যের জন্য ফোন করতে পারেন ০১৮৬ ৬৬২৭১৬৭ নাম্বারে।
সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে প্রতিবছর আয়োজিত হয় কাত্যায়নী পূজা। সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা মাগুরার এই পূজা। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। তাই এ পূজা সীমানা ছাড়িয়ে আজ এ অঞ্চলের বৃহত্তর উৎসবে পরিনত হবার পাশাপাশি রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে।
উল্লেখ্য, ‘মাগুরা নিউজ’ মাগুরায় আয়োজিত কাত্যায়নী পূজার আয়োজনকে ‘সারাবিশ্বে সেরা’ বলে দাবি জানিয়ে আসছে।