বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ আওয়ালীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের ঘরের ঐক্য ধরে রাখতে পারে না তারা দলের পক্ষে জনগনের ঐক্য কীভাবে আশা করে। তারা তাদের দলীয় চেয়ার পারসনকে মুক্ত করতে একটা সমাবেশ পর্যন্ত করতে পারে নি। অন্যের সমালোচনা তাদের মুখে শোভা পায় না’। তিনি আজ শনিবার মাগুরা শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে এসব কথা বলেন।
পদ্মা সেতুর বিয়য়ে ওবায়দুল কাদের বলেন,‘আগামী মাসে পদ্মা সেতুর
উদ্বোধন হবে। এটি দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান
সময়ের সবচেয়ে বড় সুখবর’।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেমিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আমিরুল হাসান মিলন, গ্লোরিয়া সরকার ঝর্ণা (এমপি), পারভীন জামান কল্পনা (এমপি), মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ প্রশাসক মাগুরা জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে আগামী তিন বছরের জন্য আ ফ ম আব্দুল ফাত্তাহকে সভাপতি ও পংকজ কুমার কুন্ডুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।