মাগুরায় চৌরঙ্গী ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় চৌরঙ্গী ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন ইমাম হোসনে রাতুল। সাধারণ সম্পাদক হিসাবে রয়েছনে আসিফ হাসান শাকিল। গত ৪ মে রাতে শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে ক্লাবের আহ্ববায়ক কমিটির বৈঠকে ১৫ সদস্যের কমিটির ও ছয় সদস্যরে উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়। পরে আহবায়ক আসিফ হাসান শাকিল  ও সদস্য সচিব নাফিজুর রহমান দুই বছর মেয়াদী কমটিি ঘোষণা করনে।

কার্যনর্বিাহী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ সভাপতি মেহেদেী হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশিক রহমান, সাংগঠনকি সম্পাদক পাভেল আহমদে, দপ্তর সম্পাদক হাসান শাহরিয়ার আশিস, কোষাধ্যক্ষ তুহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর মহেদেী হাসান রুবেল, ক্রীড়া সম্পাদক রাশেদুজ্জামান রনি, ত্রাণ ও সমাজসবো সম্পাদক হ্যাপী খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ। আর নির্বাহী
সদস্য হিসেবে দায়ত্বি পেয়ছেনে রেহমান নাসির রাজীব, ফরিদুজ্জামান
শিপলু, মুন্সী আরাফাত হোসনে ও সনৎ কুমার ঘোষ। চৌরঙ্গী ক্লাবের উপদেষ্টা পরিষদে আছেন আনিসুজ্জামান সাচ্চু, খান জাকির হোসনে দারা, রবিন শামস, ডাঃ রাহুল মিত্র, নাফিজুর রহমান ও মোঃ মামুনুল ইসলাম শাওন।

চৌরঙ্গী ক্লাবরে প্রচার সম্পাদক মীর মেহেদেী হাসান জানান, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে যাত্রা শুরু করে ক্লাবটি যার সঙ্গে মাগুরার বিভিন্ন বয়সী ও পেশার মানুষ যুক্ত হয়ছেনে। প্রাথমকিভাবে কলেজ র্মাকটেরে দ্বিতিয় তলায় অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরু করছে ক্লাবটি। তিনি বলেন, ‘মাগুরার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় চৌরঙ্গী ক্লাব। যার অংশ হিসেবে একটি ফুটবল একাডমেীর র্কাযক্রম শুরু হবে।

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: