বিশেষ প্রতিবেদক-
প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন, প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সবকিছু হয়না । যারা এলাকায় থাকেন তাদের দ্বায়িত্ব সবথেকে বড় । নির্বাচন প্রতিদ্বন্তিামূলক
প্রতিযোগীতামূলক হবে কিন্তু প্রতিহিংসামূলক নয়। মাগুরায় যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক ঘটনা।এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যারা এলাকায় থাকেন তাদের দ্বায়িত্ব সবথেকে বড় । একটা পরিবারের সদস্য এভাবে মুত্যুবরন করবে অস্বাভাবিক ভাবে মৃত্যুবরন করবে এটা হতে পারেনা । এই ধরনের ঘটনা কখনই ঘটা উচিত নয়। স্থানীয়
নেতৃবৃন্দ , সামাজিক নেতৃবৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ এব্যাপারে ভুমিকা রাখবেন। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সবকিছু হয়না । যারা এলাকায় থাকেন তাদের দ্বায়িত্ব সবথেকে বড় ।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলানার পুলিশের অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, অতিরিক্তি বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুস আলী , মাগুরার পুলিশ সুপার
জহিরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। সভায় মাগুরা জেলায় কর্মরত সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা গন ও জেলায় কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।