নিউজ ডেস্ক-
মাগুরার সন্তান মোসাব্বির হোসাইন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সভাপতি নির্বাচিত হয়েছেন। ২২ সেপ্টেম্বর বুধবার যবিপ্রবিসাস’র তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এই নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।
মোসাব্বির হোসাইন মাগুরা জেলার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের মো. আসাদুজ্জামান ও আরিফা বেগম দম্পতির সন্তান। ২০১৬-১৭ সেশনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ভর্তি হন।
মোসাব্বির হোসাইন প্রথম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে শেষ করার পর পুনরায় ২০২০ সালে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। পর পর দুইবার সফলভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর ২০২১ সালের ২২ সেপ্টেম্বর তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।