বিশেষ প্রতিবেদক, মহম্মদপুর-
মুজিববর্ষ উপলক্ষে মহম্মদপুরে বাবুখালীতে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। কেরিনগর যুব সমাজের আয়োজনে মঙ্গলবার বিকালে কেরিনগর স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো ফুটবল প্রেমীদের উপস্থিতিতে প্রনবন্ত হয়ে ওঠে গোটা মাঠ প্রঙ্গন। তুমুল প্রতিযোগিতা পূর্ণ খেলায় শক্তিশালী টাইগার একাদশ ১-০ গোলে লায়ন টু একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কেরিনগর যুব সংঘ ক্লাবের সভাপতি সমাজসেবক মিজানুর রহমান পলাশ পুরস্কার বিতরন করেন। মিজানুর রহমান পলাশ বলেন, করোনা মহামারির কারণে উৎসব-আয়োজন অনেকটাই কমে এসেছিল। এখন প্রায় দেড় বছর পর আবার সরব হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুরে গ্রামীণ জনপদের মাঠগুলো। মাঠে মাঠে চলছে ফুটবল উৎসব। দীর্ঘদিন পর ফুটবল খেলা দেখতে মাঠগুলো থাকছে দর্শকে পরিপূর্ণ। করোনার সংক্রমণ কমে আসায় গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য ফুটবল আবারও চেনারূপে ফিরে এসেছে।
Like this:
Like Loading...