বিশেষ প্রতিবেদক –
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে
দ্বিতীয় দিনের মতো মাগুরা শহর ও মহম্মদপুর দপুর উপজেলায় লকডাউন চলছে। লকডাউনের কারনে শহরের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে। লোক চলাচল কমে গিয়েছে এবং মোটর সাইকেল, ইজিবাইক , রিকসা চলাচল নিয়ন্ত্রণ করা
হয়েছে। পুলিশী টহল চলছে ও প্রশাসনের পক্ষথেকে ভ্রাম্যমান আদালত পরিচালিত
হচ্ছে । জনগনকে সচেতন করতে চলছে মাইকিং। রবিবার বিকালে জেলা প্রশাসন ও
মহম্মদপুর উপজেলা এই লকডাউন ঘোষণা করেছেন ।
ঘোষিত লকডাউন অনুযায়ী লকডাউন চলাকালে মাগুরা শহরে ও মহম্মদপুর উপজেলা
শহরে জরুরী পরিসেবা ব্যতিত সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সন্ধ্যার পর থেকে
ওষুধ ও খাবারের হাটেল ব্যতিত সব ধরনের দোকান বন্ধ থাকবে। মাগুরা শহরে কতদিন
লকডাউন চলবে তা বলা হয়নি তবে মহম্মদপুরে সাতদিন লকডাউন চলবে।