বিশেষ প্রতিবেদক –
মহামারি করোনা সংক্রমন রোধে আজ বৃহস্পতিবার মাগুরায় ৪র্থ দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে । গতকালের তুলনায় আজ শহরে লোকসমাগম আরো বেশী চলাচল করছে। জানাগেছে, মহামারি করোনা সংক্রমন রোধে মাগুরায় ৪র্থ দিনের মতো লকডাউন চলছে ।
বিশ্বরোডে বাস চলাচল বন্ধ থাকলেও অন্য যান চলছে। শহরে দোকান , মার্কেট বন্ধ রয়েছে তবে কিছু দোকান আংশিক খোলা ছিল। অটো , রিকসা ও মোটর সাইকেল শহরে চলতে দেখা যায়। গতকাল থেকে আজ শহরে জনসমাগম অনেক বেশী ছিল। কাঁচা বাজার ও সাপ্তাহিক হাটে কেউ সামাজিক দুরত্ব মানছে না। বেশ ঢিলেঢালাভাবে লকডাউন চলছে ।