মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া না থাকায় শিক্ষক সংকটে পড়েছে খুলনা বিভাগের সরকারি মাধ্যমিক স্কুলগুলো। বিভাগের ৩৭ স্কুলের ১ হাজার ২৩৯ শিক্ষক পদের মধ্যে ২২৫টি শূণ্য রয়েছে। ফলে শিক্ষক সংকটে থাকা স্কুলগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনার আঞ্চলিক কার্যালয় বলছে, শিক্ষক সংকটের বিষয়টি ইতিমধ্যে মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শূন্য রয়েছে ১৮টি শিক্ষক পদ ও মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৫০ পদের মধ্যে ১২টি শূন্য রয়েছে।