বিশেষ প্রতিবেদক:
অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল ও অপুষ্টজনিত শিশু
মৃত্যু প্রতিরোধে মাগুরায় এক লক্ষ ১২ হাজার ১২২জন শিশুকে ভিটামিন এ
প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
আজ বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন সন্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত
সাংবাদিক সন্মেলন এ তথ্য জানানো হয় । সাংবাদিক সন্মেলনে বক্তব্য
রাখেন সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা
কর্মকর্তা জিল্লুর রহমান , প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খান
প্রমুখ।
সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান , অপুষ্টি জনিত অন্ধত্ব
নির্মুল ও অপুষ্টজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ১৭
অক্টোবর ২০২০ পর্যন্ত অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের লাল ও
নীল রংয়ের ক্যাম্পসুল খাওয়ানো হবে । ক্যাম্পেইনে জেলায় ৯৪১টি কেন্দ্রে ১২
থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪০ জন শিশুকে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী
১২ হাজার ৮২জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ক্যাম্পসুল খাওয়ানো হবে ।