
মাগুরা প্রতিনিধি : রবিবার বিকালে মাগুরা সদর উপজেলা আলোকদিয়া পুকুরিয়া গ্রামে ঘাস ফডিং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা শিকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উক্ত গ্রামের আকবর শিকদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় , মাগুরা সদর উপজেলার আলোকদিয়া পুকুরিয়া গ্রামে নিহত বাদশা শিকদারের নাতি ছেলে ৫বছরের শিশু আব্দুল্লার ঘাস ফডিং ধরার সময় সাথে একই এলাকার যুবক সাগর মোল্লার ধাক্কা লাগলে সে শিশু আব্দুল্লাহকে মারপিট করলে দাদা বাদশা শিকদার এগিয়ে আসলে তার সাথে বচসা হয়। এর জেরেই সাগর ক্ষিপ্ত হয়ে বাদশা কিদারকে লাঠিদিয়ে আঘাত করে আহত করে। তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হলে বাদশা শিকদার বিকালে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ঘাস ফড়িং ধরাকে কেন্দ্র বৃদ্ধের মাথায় লাঠিদিয়ে আঘাত করলে সে মারাযায় । লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।