মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও আশপাশের কয়েকটি বাড়ির ভৌত অবকাঠামো প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়েছে। বুধবার গভীর রাতে প্রচন্ড কাল বৈশাখীর তান্ডবে বাবুখালীসহ কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার সুপার জনাব মতিউর রহমান জানান, ১৮ এপ্রিল দিবাগত রাত ১২ টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে মাদ্রাসার সেমিপাকা বিল্ডিং এর ৮ টি শ্রেণী কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে।শ্রেণীকক্ষের দেয়াল, টিনের তৈরী চাল, চেয়ার, বেঞ্চসহ অন্যান্য উপকরণ সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা সুপার জানান।
এদিকে বাবুখালীর ডুমুরশিয়া এলাকা ও তার পাশের বিভিন্ন গ্রামে বুধবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।