মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার বিকেলে বিতরণ করা হয় অগ্রণী ব্যাংকের স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
ব্যাংকের মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান ঝিনাইদহ শোয়েব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শামস্-উল-ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহা ব্যবস্থাপক মো আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো আমজাদ হোসেনসহ অন্যরা।
আয়োজক ব্যাংক কতৃপক্ষ জানান, অনুষ্ঠান থেকে ৪১ জন কৃষকের মাঝে মোট ১৫ লাখ ৮৮ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।