মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলার দক্ষিণাঞ্চলে মহম্মদপুর উপজেলার নহাটায় রয়েছে হাজার বছরের পুরানো একটি বিরাট বিল। নাম ইছামতির বিল। ঐহিত্যবাহী এ বিলকে ঘিরে রয়েছে চমকপ্রদ এক গল্প যা সুপ্রাচীনকার থেকে লোকমুখে চলে আসছে। গল্পে কিছু অলৌকিক বিষয়ের উল্লেখ থাকলেও স্থানীয় লোকজন সে গল্প বিশ্বাস করে।
এ বিলের মধ্যে রয়েছে ১১ একর আয়তন বিশিষ্ট একটি পুকুর। গরমকাল এবং বর্ষাকাল কোন মওসুমেই এখানে পানির উচ্চতার হরে ফের হয় না। সব সময় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পানি থেকে যায়।
এ বিল নবগঙ্গা ও মধুমতি নদীর দক্ষিণ পাশে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ও পলাশবাড়িয়া ইউনিয়ন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া নোয়াগ্রাম, জয়পুর ও কালনা পর্যন্ত বিস্তৃত। ইছামতির বিলের আয়তন ৩৬ হাজার হেক্টর।
ইছামতির বিলে কর্মরত কৃষকদের সুবিধার জন্য চলছে বিশ্রামাগার নির্মানের কাজ। সঙ্গে রয়েছে আধুনিক টয়লেট এবং টিউবওয়েল।