মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরার এক গৃহবধূ তিন সন্তানের জন্ম দিলেন। গত সপ্তাহে জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিণাডাঙ্গা গ্রামে মাহবুব আলমের স্ত্রী রশিদা বেগম সিজারিয়ানের মাধ্যমে তিনটি পুত্র সন্তান জন্ম দেন।
এ সপ্তাহের শুরুতে আবারো এক গৃহবধূর কোল জুড়ে এলো তিন সন্তান।
তিন সন্তানের মাতা রুমা খাতুন মাগুরা সদরের বেঙ্গা বেরইল গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী।
রমা খাতুনের স্বজনদের নিকট থেকে জানা যায়, শুক্রবার প্রসব বেদনা নিয়ে রুমা খাতুনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে গতকাল (১৫ নভেম্বর) বিকালে তিন সন্তানের জন্ম হয়।
নরমাল ডেলিভারীতে তিন সন্তানের মধ্যে দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে।
স্বজনরা জানান, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন সন্তানসহ মাতা রুমা খাতুন সুস্থ্য আছেন। দু’একদিনের মাধ্যেই তারা সন্তানগুলো নিয়ে মাগুরা চলে আসবেন।