মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
দুই বাসের চাপায় ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যুর ঘটেছে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে দুটি যাত্রীবাহী বাসের মাঝে পড়ে আবু বক্কর (১৫) নামে ওই বাস হেল্পারের মুত্যু হয়েছে। নিহত বক্কর মহম্মদপুরের বিনোদপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।
মহম্মদপুর বাজারের কয়েকজনজন প্রতক্ষ্যদর্শী জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বক্কর যে যাত্রীবাহী বাসটিতে কর্মরত সেটি পেছন দিকে নেবার জন্য পেছনে দাঁড়িয়ে সংকেত দিচ্ছিল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে ধাক্কা লাগে। এ সময় দুই বাসের মাঝে পড়ে বক্কর ঘটনাস্থলেই নিহত হয়।