বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাবাকে হত্যার অভিযোগে মায়ের নামে ছেলে মামলা করেছে। আজ দুপুরে মাগুরার মহম্মদপুর আমলী আদালতে ছেলে সিজান মাহমুদ সাগর বাদী হয়ে মা মোছা: সীমা পারভীন, রফিকুল ইসলাম হিরক, জাহানার পরভীন , রফিকুল ইসলাম , মাসুদুর রহমান সহ ৫জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। বিঞ্জ আদালত মামলাটি এফ আই আর হিসাবে গ্রহন করার জন্য মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাদী তার মামলার এজাহারে অভিযোগ করেছেন, তার বাবা মৃত আবু বক্কার শেখ প্রায় ৩০ বছর সৌদী আরবে ব্যবসা করতেন ।
প্রায় একবছর পূর্বে দেশে ফিরে আসেন। ২রা অক্টোবর ২০২২ রাতে আসামীরা তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।