বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর) –
মহান বিজয় দিবসের ৫০ বছর পুর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃক গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় যাদু শিল্পে বিশেষ অবদানের জন্য মাগুরার মহম্মদপুরের সন্তান মোঃ মাহাবুর রহমানকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।
আইডিইবি ভবন সেমিনার হলে শুক্রবার বিকালে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলের, সাবেক সেনা প্রধান লে: জেনারেল ও বীর প্রতীক মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার হারুন অর রশিদ (অব:), বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়া টিভির চেয়ারম্যার এশিয়ান গ্রুপের কর্ণধার মো: হারুন আর রশীদ (সিআরপি), স্বপ্নীল সংগঠনের সভাপতি মনজুরুল আলম টিপু, বঙ্গ টিভির চেয়ারম্যান রাসেল মিয়া, ঢাকা সায়ন্স ক্লাবের সভাপতি মোঃ হাসেম, স্বপ্নীল সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন ভূইয়া, মিকাইলের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।