মোঃ মিরাজ শেখ, মহম্মদপুর-
মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠান ।
সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ও ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানমালা বিটিভি’র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দপাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন শারমিন ওসি (তদন্ত) নাসির উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হায় মিয়া। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ৬’জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ মোবাইলের মাধ্যমে ২’হাজার করে টাকা প্রদান করা হয়।