মহম্মদপুরে ১৩০ মন্ডপে দুর্গোৎসবের আয়োজন। Magura news

মোহাম্মদ উজ্জ্বল, বিশেষ প্রতিবেদক-

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৩০ মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। মণ্ডপগুলোতে এখন প্রতিমা তৈরির কাজ শেষের পথে। এখন বাকি শুধু রংঙের কাজ। এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগর ও আয়োজকেরা। এরমধ্যে বাবুখালী ইউনিয়নে ৩৬টি, বিনোদপুরে ১৫টি, দীঘায় ২০টি, রাজাপুরে ১৪টি, বালিদিয়ায় ৪টি, মহম্মদপুর সদর ১০টি, পলাশবাড়ীয়ায় ১৫টি এবং নহাটা ইউনিয়নে ১৭টি মন্ডপে দুর্গাপূজার আয়ােজন করা হয়েছে। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শেষ হবে ১৫ অক্টোবর দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে। জানা গেছে, গত বছর উপজলা ১১৪টি মন্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর ১৬টি মন্ডপে বেশি পূজা হচ্ছে। ইতােমধ্য প্রতিমা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে রঙ তুলির কাজ। রঙ-তুলির আচড়ে প্রতিমার অপরুপ সুন্দর্য নির্মাণ শিল্পীরা ব্যাস্ত সময় পার করছেন। ঢাকের বাজনা, উলুধ্বনি আর আরতিতে মুখরিত হয়ে ওঠার অপেক্ষায় মণ্ডপগুলো। সর্ববহৎ এই আয়ােজনকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। নির্বিঘ্ন এবং আনন্দঘন পরিবেশে সার্বজনীন দুর্গাৎসব সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। প্রতিমা কারিগর বনমালী কুমার পাল বলেন, ‘পূজা শুরুর দিন পর্যন্ত রং এর কাজ করতে হবে। এবার আমি অনেক গুলো প্রতিমা তৈরি কাজ হাতে নিয়েছি।’ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী বলেন, ‘উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূঁজা সম্পনান করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’ মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘আনন্দঘন পরিবেশে এবং সুষ্ঠুভাবে দুর্গাৎসব সম্পন্ন করার লক্ষ্য সর্বােচ্চ নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা তৎপর রয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘উৎসবমূখর পরিবশে দুর্গাপূজা সম্পন্নর লক্ষ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: