বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার রাহাতপুর নামকস্থানে
সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী খদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত
হয়েছে। নিহত খাদেজা খাতুন মাগুরার মহম্মদপুর উপজেলার রাহাদপুর গ্রামের প্রবামী স্বাধীন মল্লিকের স্ত্রী । এই ঘটনায় আকবর নামে একজন আহত হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায় , নিহত খদিজা খাতুন মোটর সাইকেলে করে মহম্মদপুরের নহাটা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি রাহাতপুরে ফেরার পথে একটি ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী গৃহবধু খদিজা খাতুন ঘটনাস্থলে নিহত এবং মোটর সাইকেল চালক আকবর আহত হয়। তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে খদিজার ৫ বছরের মেয়েটি অক্ষত রয়েছে। তার শরীরে কোন আঘাত লাগেনি। মহম্মদপুর থানার ওসি মো: নাসির উদ্দিন জানান, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে মাগুরার মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।