বিশেষ প্রতিবেদক –
আজ শনিবার বিকালে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটার দড়ি সালদা গ্রামে সড়ক দূর্ঘটনায় সামিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সামিয়া উক্ত গ্রামের শিহাব শেখের কন্যা । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, জেলার মহম্মদপুর উপজেলার
নহাটা ইউপির দড়ি সালদা গ্রামে সড়ককের পাশে শিশু সামিয়া তার বড় বোনের সাথে দাড়িয়ে ছিল এই সময় ইট বোঝাই একটি নছিমন তাকে চাপাদিলে সামিয়া নামে এক
শিশু ঘটনাস্থলে নিহত হয়। এলাকাবাসী ঘাতক নছিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।