মাগুরানিউজ.কমঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সহায়তা বাবদ সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আজ শ্রীপুরের ১৩৬টি পূজা মন্ডপের অনুদানের চেক বিতরন করেন জেলা প্রশাসক মুহ মাহবুবর রহমান।
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুু, ওসি রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর উপজেলা হিন্দৃ-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ সারথি বিশ্বাস।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মিত্র প্রমুখ।