শালিখার নতুন ইউএনও হাসিনা মমতাজ

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন হাসিনা মমতাজ। এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউএনওর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে, হাসিনা মমতাজ চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেন তিনি। প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। ২০১৮ সালে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে (এসডিজি) বিশেষ অবদান রাখায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড পান তিনি। পরবর্তীতে ২০১৯ সালে মাগুরার শ্রীপুরে দুই বছরের বেশি সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাধারণ মানুষের সেবা প্রদান, বিগত নির্বাহী কর্মকর্তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং সেবা প্রত্যাশী ও সাধারণ জনতার মতামতের ভিত্তিতে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাসিনা মমতাজ।
October ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
%d bloggers like this: