মাগুরানিউজ.কম:
এ বছর জাতীয় স্কুল ও মাদ্রাসা ভিত্তিক ক্রিড়া প্রতিযোগিতায় ভলিবলে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা সদর উপজেলার গাংনি পাটোখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়রা ।তাদের এ কৃতিত্বে ওই স্কুলের খেলোয়াড়দের ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা সদর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্কুলের কৃতি খেলোয়াড়, কোচ ও ক্রিড়া শিক্ষককে ক্রিকেটার সাকিব আল হাসানের সৌজন্যে ট্রাকস্যুট, ট্রাউজার তুলে দেন সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া কর্মকর্তা সৈয়দ নামজুল হাসান লোভনসহ অন্যরা।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক জানান- মাগুরার একটি প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া খুবই আশার কথা। এ কৃতিত্বের জন্য ওই স্কুলের ছাত্রীদের আমরা ধন্যবাদ জানাই। আমরা তাদের সার্বিক সাফল্য কামনা করি।
এ প্রসঙ্গে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান- গত ৩ বছর ধরে এই স্কুলটি জাতীয়ভাবে রানারআপ হয়ে আসছে। এ বছর তাদের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক মাসের বিশেষ কোচিং এর আয়োজন করা হয়। ওই কোচিং এর উদ্বোধনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম চ্যাম্পিয়ন হলে তাদেরকে ট্রাকস্যুট ট্রাউজার দেয়া হবে। সে প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তাদেরকে ক্রীড়া পোষাক বিতরণ করা হলো। ভবিষ্যতে তারা ভাল খেললে আরো পুরস্কার দেয়া হবে বলে তিনি ঘোষনা দেন।