মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
আমলসার ইউনিয়ন চেয়ারম্যান বদরুল আলম হিরো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ শূন্য হয়। শ্রীপুর উপজেলার আলমসার ইউনিয়নে চেয়ারম্যান পদে সেবানন্দ বিশ্বাস, মোকলেছুর রহমান ও ইয়াকুব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, এ ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ৭৬৮ জন ভোটার ভোট দিচ্ছেন। এরমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেসব স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।