মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের মাহবুব মুন্সীর মেয়ে মাহিদা(১২)। সে স্থানীয় মৌশা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পারিবারিকভাবে রোববার বিকেলে পার্শ্ববর্তী গোপিনাথপুর গ্রামের ফুল মিয়ার ছেলে হাফেজ রিয়াজুল ইসলামের(৩০) সঙ্গে গোপনে তার বিয়ে ঠিক করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে ছেলে পক্ষ বিয়ে করতে আসার কথা ছিল। এ খবর রোববার রাত ২টার দিকে বাংলানিউজে প্রকাশ হয়। পরে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান গোপিনাথপুরে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনার সহযোগিতায় এ বিয়ে বন্ধের ব্যবস্থা নেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কামরুল হাসান বাংলানিউজকে জানান, অনেক রাতে বাংলানিউজের প্রতিনিধির কাছ থেকে তিনি বিষয়টি জানেন। পরে সোমবার দুপুরে বিয়ে বন্ধের জন্য ব্যবস্থা নেন। বিষয়টির আইনগত ও স্বাস্থ্যগত সমস্যার কথা তাদের বুঝিয়ে বললে বর ও কনেপক্ষ তাদের ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন।