মাগুরা জেলায় চলতি পাট চাষ মৌসুমে ৩২,৭৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৬ ভাগ বেশী।
জেলা কৃষি অফিস সুত্র্রে জানা যায়, চলতি মৌসুমে মাগুরা জেলায় ৩০,৯১৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। কিন্তু আবহাওয়া অনুকুলে থাকায় ও স্থানীয় কৃষকদের আগ্রহ বেশী থাকায় চলতি মৌসুমে মাগুরা জেলায় ৩২,৭৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে,লক্ষ্যমাত্রার চেযে ৬ ভাগ বেশী জমিতে পাটের আবাদ হয়েছে।
মোট জমির মধ্যে মাগুরা সদর উপজেলায় ৯,০১০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৯,০০০ হেক্টর, মহম্মদপুর উপজেলায় ১০,৮০০ হেক্টর এবং শালিখা উপজেলায় ৩,৯২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ মৌসুমে মাগুরা জেলায় পাটের উৎপাদন লক্ষ্য মাত্রা ধার্য্য করা হয়েছে ৩,৩৬,৯৫২ বেল কাাঁচা পাট।
উৎপাদন লক্ষ্যমাত্র সফল করতে কৃষি বিভাগ কৃষকদের মাঝে প্রয়োজনীয় উন্নত জাতের পাটবীজ, রাসায়নিক সার, কীটনাষক ওষুধ ও কৃষি ব্যাংক প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ করেছে।