মাগুরানিউজ.কমঃ
সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের চেয়ারম্যান বাকিবিল্লাহ সান্টুকে অপসারণ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অপসারণের সিদ্ধান্ত জানানো হয়। ইউনিয়ন পরিষদের দশ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।