মহম্মদপুর:মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে বিনোদপুর গ্রামের আবু হানিফ এবং আলিম মাস্টারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিনোদপুর গ্রামে জমি নিয়ে আবু হানিফের সঙ্গে আলিম মাস্টারের কিছুদিন ধরে বিরোধ চলছিল। সকাল ১১টার দিকে আলিম মাস্টারের লোকজন বিরোধীয় ওই জমির দখল নিতে গেলে আবু হানিফের লোকজন তাদের বাধা দেয়। এতে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
ওসি আরও জানান ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।