। । নেদারল্যান্ডস ৪-৩ কোস্টারিকা ।।
টাইব্রেকারে নেদারল্যান্ডসের কাছে ৪-৩ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিল কোস্টারিকা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, তাতেও কোন সমাধান না হওয়ায় অবশেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় লাভ করে নেদারল্যান্ডস।
ব্রাজিল বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালের খেলায় ব্রাসিলিয়ায় কোস্টারিকা-নেদারল্যান্ডসের প্রথমারর্ধের খেলা শেষ হয় গোলশূন্য ভাবেই।
কোস্টারিকার গোলরক্ষক নাভাসের দায়ত্বশীলতার কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধেও কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারের দিকে।
ব্রাজিল বিশ্বকাপে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডস ঝড়ের সামনে উড়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় আর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ও চিলিকে হারিয়ে সেই দাপট অব্যাহত রাখে অরেঞ্জরা।
আর দ্বিতীয় রাউন্ডে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে হাজির হয় নেদারল্যান্ডস। টাইব্রেকারে কোস্টারিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো লুই ফন গালের শিষ্যরা।
সেমিফাইনালে এবার আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলেও শিরোপা জয় করতে পারেনি কমলারা।