মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকায় মনিরুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার নভেম্বর শ্রীপুর ডেইরি ফার্মের পাশে কুমার নদের তীরে এ ঘটনা ঘটে। মনিরুল একই এলাকার সৈকত মোল্যার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গাছের ডালে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ বিকেলে উদ্ধার করা হয়েছিল।
মরদেহ ময়নাতদন্ত করার জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।