মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামে ফোনে এক নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় দিদার শেখ (১৯) নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৯ মে সোমবার জোকা স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গত ৩০ মে বুধবার সন্ধ্যায় জোকা গ্রামে আবারো দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামটি। বড় ধরণের সংঘাত এড়াতে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জোকা গ্রামের অন্তরের এক নারী আত্নীয়কে জোকা গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইয়াছিন বিশ্বাস বিভিন্ন সময় মোবাইলে উত্যক্ত করতো। বিষয়টি অন্তরের ভাই দিদার শেখ ইয়াছিনের কাছে জানতে চাইলে ইয়াছিনের নেতৃত্বে বেশ কয়েকজন দিদারকে মারধর করে। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জোকা।
এ বিষয়ে দিদার শেখ বলেন, আমার বড় ভাবির বোনকে ইয়াছিন বিভিন্ন সময় ফোনে উত্তক্ত করতো। আর এর প্রতিবাদ করায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জোকা স্ট্যান্ড থেকে আরিফুল মৃধা, আলিফ মণ্ডল, ইয়াছিন বিশ্বাসসহ ৮ থেকে ১০ জন আমাকে কে মারধর করে। হামলাকারীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল বিশ্বাসের লোকজন।
এ বিষয়ে ইয়াছিনের সাথে বিভিন্ন মাধ্যমে কথা বলার চেষ্টা করেও কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীপুর থানা ওসি (তদন্ত) লিটন কুমার দাস বলেন, জোকা গ্রামে কয়েকদিন ধরে উত্তেজনা থাকলেও শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।