মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘ বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ আছে জনতার পাশে ’ এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধ্যায় থানা চত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন আল আজাদ । বিশেষ অতিথি ছিলেন মাগুরার ডেপুটি জেলার মোঃ আখেরুজ্জামান।
জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত শেখ সাইফুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক অপূর্ব মিত্র, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী।
আলোচনা সভা শেয়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এ পুলিশ সপ্তাহ কার্যক্রম চলমান থাকবে ।