মহসিন মোল্যা, বিশেহস প্রতিবেদক-
শ্রীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বকুলতলা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তসলিম মোল্লা, সহ-সভাপতি মিরান নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষ, প্রচার সম্পাদক রেজোয়ান বিশ্বাস, দপ্তর সম্পাদক সাথী খাতুন, এইচ. এম আশরাফুল ইসলাম প্রমুখ।