শ্রীপুরে কারেন্ট জাল দিয়ে পাখি শিকারের অভিযোগে ১জনকে জেল জরিমানা,জালে অগ্নি সংযোগ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকারের অভিযোগে ৩ কিলোমিটার জালসহ মাসুদ শেখ (৫৫) নামে ১ পাখি শিকারীকে আটক করে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃত পাখি শিকারী শ্রীপুর উপজেলার মদনুর গ্রামের আব্দুল মজিদ শেখের পুত্র।  আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু সাংবাদিকদের জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনপুর-কাগুজেপাড়া সংলগ্ন বিলা মাঠের মধ্যে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার করা অবস্থায় ৩ কিলোমিটার জালসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত ২ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আটককৃত অপর ব্যক্তি মদনপুর গ্রামের মজিদ শেখের পুত্র মাসুদ শেখ (৫৫) নামে ১ পাখি শিকারীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ২৬ ধারায় ১০০০/- (এক হাজার টাকা) জরিমানা ও ২৪ ঘন্টার সশ্রম কারাবাস দেওয়া হয়।

এদিকে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশন (ভূমি) শ্যামানন্দ কুন্ডু ও জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বে আটককৃত ৩ কিলোমিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা ভূমি অফিস চত্বরে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ধংস করা হয়। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: