শ্রীপুরে দূর্গা পুজা উপলক্ষে ১৫০ টি মন্দিরে ২৮ লাখ ৮০ হাজার টাকা সরকারি অনুদান বিতরণ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃস্পতিবার দুপুরে শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে ১৫০ টি মন্দিরে ২৮ লাখ ৮০ হাজার টাকার বিতরণ করা হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের অর্থ বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুদেব কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেরা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র প্রমুখ।

উপজলো পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যপক শিশির শিকদারের সঞ্চালনায় এ অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলার ৮টি ইউনিয়নের ১৫০টি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১৯ হাজার ২০০ টাকা করে অনুুদানের অর্থ তুলে দেন।

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: