মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ”– এই স্লোগানে মাগুরার শ্রীপুরে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিরতণ কার্মসূচী শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণে উপজেলার হাজার হাজার হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছেন। বিতরণ কার্যক্রম উপলক্ষে বুধবার সকালে খামারপাড়া বাজারে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ডিলার খন্দকার আবু আনছার নাজাত আশা, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা প্রমুখ।