মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর স্টান্ডে সোমবার বিকেলে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও ইউসুফ আলী মন্ডলের সার্বিক তত্বাবধানে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী মন্ডল।
গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ টুকু’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, আব্দুল করিম মন্ডল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বি এম ওহিদুল ইসলাম লিটু, উপজেলা সমবায় লীগের সভাপতি শেখ মো. আশরাফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের মাষ্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গয়েশপুর স্টান্ড জামে মসজিদের ইমাম কুতুবুল আলম।