মহসীন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা হারাধন কুমার বাছাড় ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, খান আবু হাসান লিটন, বিকাশ বাছাড়, মহসিন মোল্যা, তাসিন জামান, জিল্লুর রহমান সাগর, রেজা সিদ্দিকী ডিকন প্রমুখ।
অনুষ্ঠানে মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত জাতীয় মৎস সপ্তাহ উদযাপিত হবে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।