মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে লাঙ্গলবাঁধ আলিম মাদরাসার হলরুমে সংগঠনের সভাপতি আল হাদী শামীম সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের সদস্য নূরুল হুদা, হাসিবুর ইসলাম,কুতুবউদ্দিন, আব্দুল মান্নান, এ এস আর রাব্বি,রুহুল আমীন,সৌরভ বিশ্বাস ও রবিন বিশ্বাস,রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১০০ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।