মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে বিভিন্ন দাবিতে সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ কালো ব্যাচ ধারণ করেন। উপজেলা ভূূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণেরর উন্নীত বেতন স্কেলের স্থাগিতাদেশ প্রত্যাহার পূর্বক জিও জারীর তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের ও ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি দাবিতে এ কালো ব্যাচ ধারণ করা হয়।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে কালো ব্যাচ ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সুভাষ চন্দ্র বারুরী, লাঙ্গলবাঁধ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তারিকুল হায়দার, কাদিরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আজমারুল হক, দারিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রুহুল আমিন, সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আরোজ আলী, নাকোল ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী বিশ্বজিৎ কুমার বিশ্বাসসহ অন্যরা।