মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
পুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবর।
খেলায় ঝিনাইদহ জেলার ‘মালিথিয়া ফুটবল একাদশ’ মাগুরা জেলার ‘জোকা যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন ট্রফি অর্জন করে। মালিথিয়া ফুটবল একাদশের খেলোয়াড় সবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আগত বিদেশী খেলোয়াড়গণ দর্শকদের ভিন্ন আনন্দ দান করেন।
খেলা শেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি আবুল কালাম আজাদ উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।