শ্রীপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা প্রানী সম্পদ ডেইরি এ্যসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ আরো অনেকে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং ডেইরি উন্নয়ন প্রকল্প,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সার্বিক সহযোগিতায় প্রর্দশনীতে ৩০টি বিভিন্ন প্রকারের খামারের স্টলে নানা প্রজাতির গরু, ছাগল, ভেড়া, কবুতর, তিতপাখি, হাস, তার্কিসহ বিভিন্ন প্রকার বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী স্থান পায়। এ ছাড়া ঝিনাইদহ থেকে আগত কচুয়া নিবাসী কাজী টিটো ও কাজী ফিরোজের এরিনা ফার্মা লিমিটেড এবং রাজবাড়ী থেকে আগত প্যানোরমা এগ্রোভেট, সোনাতুন্দী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া আবু দাউদের পশুপাখির খাদ্যের স্টল, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আব্দুস সত্তার বিশ্বাসের ডিম ও মুরগীর স্টল, আনন্দ নগর নিবাসী পল্লী চিকিৎসক শৈলেন্দ্রনাথের প্রথমিক চিকিৎসা ইন্সট্রুমেন্ট স্টল প্রদর্শনীকে আরো প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: