মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫ টায় আওয়ামী লীগের কার্যালয়ে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুন্সী আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ জেসমিন আক্তার সাবানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ তুহিন ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ খুরশিদ আলম রনি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবি করেন।